শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক দাঙ্গা, জরুরি অবস্থা জারি


ঘটনার সূত্রপাত ক্যান্ডিতে জারি করা এক স্থানীয় কারফিউ থেকে। একজন বৌদ্ধ নাগরিক খুনের ঘটনার পর ওই অঞ্চলে অস্থিতিশীলতা বিরাজ করছিলো। যেখানে মুসলিম ও বৌদ্ধ গোষ্ঠির সংঘর্ষে জড়িয়ে পড়ার মতো অবস্থা তৈরি হয়। মধ্যাঞ্চলীয় ক্যান্ডি শহরে চলমান উত্তেজনার মধ্যেই বেশ কিছু স্থাপনায় আগুন দেয়ারও ঘটনা ঘটে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভিন্ন দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকগণ চলমান অস্থিরতার জন্য বদু বালা সেনা (বিবিএস) গোষ্ঠিকে দায়ী করেছে। এরা গোঁড়া বৌদ্ধ হিসেবে পরিচিত। গত মাসে চরমপন্থী বৌদ্ধদের আক্রমণে মুসলিমদের প্রচুর দোকান ও মসজিদ ধ্বসংপ্রাপ্ত হয়। এ নিয়ে মুসলিমদের সঙ্গে বৌদ্ধদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছে সরকার। বৌদ্ধ সংখ্যাগোরিষ্ঠ শ্রীলঙ্কায় মূলত রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে নতুনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়।