ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সংগীতশিল্পী সাবা তানির রহস্যজনক মৃত্যু

নিজ বাসা থেকে সংগীতশিল্পী সাবা তানির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর উত্তরার বাসায় বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই শিল্পীর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। সাবা তানি গত শতকের আশি ও নব্বই দশকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।জানা গেছে, সাবা তানি উত্তরায় তার মায়ের সঙ্গে থাকতেন। রোববার সাবা তানির মা নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় বেড়াতে গেলে রাতে একাই থাকেন সাবা। রাতে সাবা তানিকে ফোনে না পাওয়া গেলে সকালে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে আত্মীয়রা বাসায় ঢোকেন।  এসময় সবাই তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন।সাবা তানির মৃত্যু সংবাদ শুনে অনেকেই উত্তরায় তার বাসায় ছুটে যান। সাবা তানির একমাত্র ছেলে এখন লন্ডনে আছেন। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, দুই বোন ও এক ছেলে রেখে গেছেন।সাবা তানির জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’। বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন তিনি। তার গাওয়া কিছু গজল ওই সময় খুব প্রশংসিত হয়েছিল।সাবা তানি আশি ও নব্বইয়ের দশকে গান গেয়ে জনপ্রিয়তা পান। এরপর তাকে আর গানে নিয়মিত পাওয়া যায়নি। মাঝে একটি সংগীত বিষয়ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করেছিলেন।

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |