ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই

নিউজ ডেক্স : সংগীত পরিচালক আলী আকবর রুপু দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধূন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবত ক্যান্সার ছাড়াও তিনি কিডনির সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। গত শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মাগরিবের পর দ্বিতীয় জানাজা হবে বিশাল সেন্টারে শ্রুতি স্টুডিওতে। এর পর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

আলী আকবর রুপুর কন্যা ফারিহা নাজ তার ফেসবুক প্রোফাইলে বাবার মৃত্যুর কথা জানান।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |