সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাংবিধানিক বিচার হওয়া উচিত- আ’লীগ প্রচার সম্পাদক,গোলাপ এমপি


জাহিদ হাসান,মাদারীপুর প্রতিনিধি:তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হবে এটা ফকরুল ইসলামের কাল্পনিক কল্পনার কথা, মানুষকে ধোকা দেওয়ার কথা, এটা সংবিধানের বিরুদ্ধে তিনি বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে বলেছেন, রাষ্ট্রদ্রহীতা করেছেন।
সরকারের কাছে তিনি আহবান জানান, যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের সাংবিধানিক বিচার হওয়া উচিত। রবিবার বিকেলে মাদারীপুরের কালকিনিতে সামাজিক এক অনুষ্ঠান শেষে এ মন্তব্য করের বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেনসহ অন্যান্যরা।