ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সংসদ সদস্যদের বিদ্রোহে শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন স্থগিত

আর্ন্তজাতিক ডেস্ক: ক্ষমতাসীন জোটের ১৬ সংসদ সদস্যের বিদ্রোহের পর শ্রীলঙ্কার পার্লামেন্টের অধিবেশন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গত বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি আগামি ৮ মে পর্যন্ত অধিবেশন স্থগিত করার নির্দেশনা দেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিদ্রোহী সাংসদদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীও আছেন। তাদের পদত্যাগের পর পরিস্থিতি সামলাতে চারজনকে ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মে-র ৮ তারিখ পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন স্থগিত করেছেন,” গত বৃহস্পতিবার এক ঘোষণায় জানান সিরিসেনার সেক্রেটারি অস্টিন ফার্নান্দো। কী কারণে প্রেসিডেন্ট এ স্থগিতাদেশ দিয়েছে তা জানাননি তিনি। নাম প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ এক মন্ত্রী রয়টার্সকে জানান, স্থগিতাদেশের ফলে পার্লামেন্টের সকল কমিটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ৮ মে পার্লামেন্টের কাজ ফের শুরু হলে কমিটিগুলো নতুন করে গঠন করা হবে। পার্লামেন্ট কমিটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সাম্প্রতিক সময়ে বিরোধী সাংসদদের পরিচালনায় থাকা সরকারি সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখছিল।
গত মাসে হওয়া মুসলিমবিরোধী দাঙ্গা ও বন্ড মার্কেটের কেলেঙ্কারি সামলাতে ব্যর্থতার দায়ে কয়েকদিন আগে রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধী সাংসদরা। সিরিসেনার দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলপিএফ) ১৬ সাংসদ অনাস্থা প্রস্তাবের পক্ষে অবস্থান নেন, যাদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীও ছিলেন। মন্ত্রীরা পরে পদত্যাগের ঘোষণা দিয়ে বিরোধীশিবিরে যোগ দেওয়ার কথা জানালে অনাস্থা প্রস্তাবে উৎরে যাওয়ার পরও সমস্যায় পড়েন সিরিসেনার দলের সঙ্গে জোটে থাকা ইউনাইটেড ন্যাশনাল পার্টির বিক্রমাসিংহ।পরিস্থিতি সামলাতে সিরিসেনা গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয় সামলাতে চারজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেন। পক্ষ বদলে বিরোধী শিবিরে যাওয়া এক সাংসদ লক্ষন আবিবর্ধনে জানান, ১৯ এপ্রিল পরবর্তী অধিবেশনের শুরুতেই ফ্লোর ক্রসিংয়ের চিন্তা ছিল তাদের। সেদিন থেকেই বিরোধীদের সঙ্গে বসতে চেয়েছিলাম আমরা। এখন এটা আমরা ৮ মে করবো, বলেন তিনি।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |