সড়ক দুর্ঘটনায় পার্বতীপুরের একই পরিবারে ৩ জনসহ নিহত ৪


আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি : ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে শিবপুরী নামক স্থানে বাস ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পার্বতীপুরের একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উত্তম সরকার (৪৫) স্ত্রী পল্লবী রানী(৪০) ও ছেলে অর্ণব চন্দ্র (১২)। নিহত ৩ জনের বাড়ি পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের কালিবাবু গ্রামের। অপর নিহত অপূর্ব রায় (১৪)নবাবগন্জ উপজেলার মির্জপুর গ্রামের পলাশ রায়ের ছেলে ও নিহত পল্লবী রানীর বড় ভাইয়ের ছেলে বলে জানা যায়। তারা ৪ জনই অটোভ্যানের যাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার(২০ এপ্রীল) দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ী মুখে আসছিল। অপর দিক ফুলবাড়ী থেকে একটি অটোভ্যান মহাসড়কের শিবপুরী নামক স্থানে পৌছলে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু কিশোর অর্ণব ও অপুর্ব ঘটনাস্থলে নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় উত্তম সরকার ও তার স্ত্রী পল্লবী রানীকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোসনা করেন।