সভাপতি মতিয়ার সম্পাদক প্রশীত মজুমদার


ঝিনাইদহ সংবাদাতাঃ বাংঙ্গালীর সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যকে বুকে লালন করে বাংলার মুখ এর ঝিনাইদহ কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মতিয়ার রহমান। সাধারণ সম্পাদক করা হয়েছে প্রশীত মজুমদার। এ উপরক্ষ্যে সংগঠনের এক সভা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার মুখ এর কেন্দ্রীয় সভাপতি সাইফুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজিব দাস অপু। এছাড়া কেন্দ্রীয় নেতা হাসিবুল হাসান মুন, টিএম আজিবর রহমান, রাজু আহম্মেদ মিজান, সফিক আকরাম, এম এস উজ্জল, ফারুক আহম্মেদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালতা করেন প্রশীত মজুমদার। সভায় ৭২ সদস্য বিশিষ্ট বাংলার মুখ এর ঝিনাইদহ কমিটি গঠন করা হয়।