ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারের কোটি কোটি টাকা অপচয় বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি সড়ক যেন মরণ ফাঁদ বেপরোয়া অবৈধ ড্রামট্রাক

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:ড্রামট্রাকের দখলে এখন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি মহাসড়ক। জনগুরুত্বপূর্ণ সড়কে প্রতিনিয়িত শতশত বালুবাহী ড্রামট্রাকসহ অন্যান্য বালুবাহী ট্রাকের দখলে সড়কগুলো। ফলে প্রতিনিয়ত চরম জনদুর্ভোগ পোঁহাতে হচ্ছে। যত্রতত্র লাইসেন্সবিহীন অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক চালক ও হেলপাররা বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে সড়কে ঘটে দুর্ঘটনা। হচ্ছে প্রাণহানি। বেশি ড্রামট্রাকের নম্বর না থাকায় দুর্ঘটনা ঘটিয়ে চালক ও হেলপাররা পালিয়ে যাওযায় ঘাতকদের শনাক্ত করা সম্ভব হয় না।

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-তারাকান্দি সড়কে এসব বালুবাহী ট্রাক অবাধে চলাচলের ফলে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক সংস্কারে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ও গচ্ছা যাচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে তারাকান্দি সড়কের ভরুয়া পর্যন্ত অর্ধশত বালুরঘাট রয়েছে। এসব সড়কে দুই মাসে কমপক্ষে ১৫-২০টি স্থানে দুর্ঘটনা ঘটেছে।

তন্মধ্যে জিগাতলায় বালুঘাটের প্রবেশ পথ এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে ড্রামট্রাক-মোটরসাইকেল দুর্ঘনার কবলে পড়ে ১৫-১৬ জন আরোহী আহত হয়। এরপর তারাকান্দি সড়কের জগৎপুরা এলাকায় ড্রামট্রাকের ধাক্কায় ইন্তিশার ইশরাক (১৯) নামে এক কলেজছাত্র নিহত ও তার বাবা সাঈদসহ অনেকে আহত হয়।

দি-হাঙ্গার প্রজেক্ট এর সম্বনয়কারী ও প্রবীণ সাংবাদিক শাহ্ আলম প্রামাণিক জানান, বালুবাহী ট্রাকের কারণে যানজটের কবলে পড়তে হয়। যত্রতত্র বালুবাহী ট্রাক চলাচলের কারণে ধুলা বালিতে চোখ-মুখসহ পুরো শরীর লেগে নোংরা হয়ে যায়। এছাড়া বেশি ভাগ বালুবাহী ট্রাকে ঢাকনাও ব্যবহার করে না। ধুলার কারণে শ্বাসকষ্টসহ দুর্ভোগ পোঁহাতে হয়। ট্রাকে অতিরিক্ত বালু লোডের কারণে সড়কগুলো যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন জানান, সড়কে অবৈধ ড্রামট্রাকসহ অন্যান্য ট্রাক চলাচলে সর্তক রয়েছে প্রশাসন। এ বিষয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

You must be Logged in to post comment.

সরকার পতনের ১ দফা দাবিতে গাংনীতে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল     |     বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা     |     ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত     |     যশোর-২ এর আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন     |     মোটর সাইকেলের বহর নিয়ে সাবেক সংসদ সদস্যর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল     |     আসন্ন দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ : মেহেরপুর-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে কমরেড বকুলের মনোনয়ন পত্র জমা     |     আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক     |     তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা     |     গাংনীতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এএসএম নাজমুল হক সাগরকে গাংনীবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল     |