সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা অবহিতকরণে শৈলকুপায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ :ঝিনাইদহের শৈলকুপায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরন ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস প্রেস ব্রিফিং করেছে।জেলা তথ্য অফিসের আয়োজনে ও শৈলকুপা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে ব্রিফিং করেন জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা তথ্য কর্মকর্তা এ,এস,এম ইমাম মেহেদী হাসানসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস ব্রিফিং-এ সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির, সংবাদের জেলা প্রতিনিধি বিপ্লব কুমার পিন্টু, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, সহ-সভাপতি শামীম বিন সাত্তার, যুগ্ম সম্পাদক শেখ মো: আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, অর্থ সম্পাদক এএসএম আলীমুজ্জামান, দপ্তর সম্পাদক এইচ,এম ইমরান, নির্বাহী সদস্য আলমগীর অরণ্য, আবিদুল ইসলাম, সুজন বিশ্বাস, রাজিব মাহমুদ টিপুসহ উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।