সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সহকারী জজ) পরীক্ষায় সেরাদের সেরা হওয়ায় আশিক উজ জামানকে সংবর্ধনা দিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সৈনিক কল্যাণ সংস্থা, বোদা শাখা।আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সংস্থার কার্যলয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সংস্থার সভাপতি জানান, বোদা উপজেলার কৃতি সন্তান আশিক উজ জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সহকারী জজ) পরীক্ষায় ১০৩ জন সেরাদের মধ্যে প্রথম স্থান অধিকার করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আশিক উজ জামান তার মা ও বোন সহ পরিবার নিয়ে উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
আশিক উজ জামান বোদা উপজেলার বালাভীর গ্রামের সেনাবাহিনীর সাবেক সদস্য আহসান হাবীব বাবুল ও আলাতুন বেগম এর পুত্র সন্তান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সৈনিক কল্যাণ সংস্থার বোদা উপজেলা শাখার সভাপতি সাবেক সিনিয়ন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাবেক সার্জেন্ট সফিউল আলম, সহ সভাপতি সাবেক সার্জেন্ট মহসিন আলী, যগ্ম সাধারণ সম্পাদক সাবেক কর্পোরাল সহিদুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আশিক উজ জানান, আমি ছোট বেলা থেকেই সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে জনগনের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছি। আমি আমির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। আমার এ অর্জনের পিছনে আমার মা বাবা ও পরিবারের সকলের অনেক অবদান রয়েছে। আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন।