সাংবাদিক মাহবুবুল আলমের পিতা আর নেই


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাগঞ্জের সিনিয়র সাংবাদিক ও চাঁপাই গম্ভীরা দলের নানা মাহবুব আলমের পিতা সাদাতুল ইসলাম বার্ধক্যজনিত কারণে সোমবার রাত সোয়া ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলেসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুব আলমের পিতার মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বেলা ১১ টায় উপর রাজরামপুর গোরস্থানে মরহুমের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাযায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। সাংবাদিক মাহবুব আলমের পিতার মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন “দৈনিক চাঁপাই দর্পণ” এর সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। সাংবাদিক মাহবুব আলমের পিতার মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন “দৈনিক চাঁপাই দর্পণ” উপদেষ্টা পরিষদ, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ।