ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সাগরদিঘী চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

রবিউল আলম বাদল, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে :  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়ারিশ সনদ (উত্তরাধিকার) প্রদানে ৫০ হাজার টাকার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী। অভিযুক্ত চেয়ারম্যানের নাম হেকমত সিকদার। সনদ দিতে বিলম্ব হওয়ার কথা স্বীকার করলেও টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রামের জিয়াউর রহমানের দেওয়া অভিযোগ থেকে জানা যায়, চেয়ারম্যান হেকমত সিকদারের কাছে ৩ মাসে আগে ওয়ারিশ সনদের জন্য আবেদন করেন তিনি। কিন্তু সনদ না দিয়ে তালবাহানা শুরু করেন চেয়ারম্যান। সনদ দিতে তাড়া দেওয়ার এক পর্যায়ে চেয়ারম্যান তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন কিন্তু টাকা না দেওয়ায় তিনি এখনো সনদ পাননি। তারমত এমন অনেকেই এরকম হয়রানির স্বীকার হচ্ছেন বলে জানান তিনি।

অভিযোগকারী জিয়াউর রহমান বলেন, বাবার মৃত্যুর পর পৈত্রিক সম্পত্তি খারিজ করার জন্য আমাদের ওয়ারিশ সনদের প্রয়োজন হয়। বিষয়টি নিয়ে আমি অনেকবার চেয়ারম্যনের কাছে গিয়েছি, কিন্তু তিনি আমাদের সদন দেননি। আমার ৬নং ওয়ার্ডের ই্উপি সদস্য এ বিষয়ে একাধিকবার মৌখিক ও লিখিত সুপারিশ করেও ব্যর্থ হয়েছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উৎকোচের বিনিময়ে বৈধ উত্তরাধিকারীদের বাদ দিয়ে চাহিদা মতো ওয়ারিশ সনদ দিয়ে থাকেন। এ কারনে বৈধ উত্তরাধিকারী জমির খাজনা খারিজ, জমি বিক্রি করা সহ বিভিন্ন প্রতিবন্ধকতার সন্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে ঐ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হোসেন বলেন, চেয়ারম্যান ওয়ারিশ সনদদিচ্ছে না।

এসব অভিযোগের বিষয়ে সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, পরিবারের অন্য সদস্যরা আমাকে সনদ দিতে নিষেধ করেছেন এ কারনে সনদ দিতে বিলম্ব হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You must be Logged in to post comment.

মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |     পার্বতীপুরে ট্টাক উল্টে বিদ্যুতের খুটিতে            |