ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাজাপ্রাপ্ত প্রতারক মহসিন সানাকে চার বছরেও খুজে পেলোনা পুলিশ!

যশোর প্রতিনিধি: সাজাপ্রাপ্ত প্রতারক মহসিন সানাকে চার বছরেও খুজে পেলোনা পুলিশ। প্রতারনামুলক আড়াই লাখ টাকা আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত মোঃ মহাসিনুর রহমান ওরফে মহসিন সানা মৎস্য লীজ ঘের ব্যবসায়ী ও বাসাখালী সুন্দরবন রয়েল স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। সে খুলনার পাইকগাছা উপজেলার বাসাখালী গ্রামের মৃতঃ মোজাহার আলী সানার ছেলে।গত ২০১৪ সালের ২৬ জুন খুলনা যুগ্ম-দায়রা জজ প্রথম আদালত এর বিজ্ঞ যুগ্ম-দায়রা জজ, জনাব এস, মোহাম্মদ আলী এক রায়ে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আড়াই লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। এতে রাস্ট্র পক্ষের বিজ্ঞ কৌশুলী ছিলেন জনাব মোঃ জাহাংগীর আলী এ্যাড ও আসামী পক্ষের বিজ্ঞ কৌশুলী জনাব মোঃ কুতুব উদ্দিন এ্যাড। খুলনার পাইকগাছার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের ৪৩০ সি/ ১২ নং মামলা হতে উদ্ভুত দায়রা মামলা নং-৭৫৩/১৩। কিন্তু প্রায় ৪ বছরেও গ্রেফতার হয়নি তিনি। তাকে গ্রেফতারতো দুরে থাক থানা পুলিশের কোন তৎপরতাও দেখা যায়নি। পুলিশ তৎপরতা চালালেই তাকে গ্রেফতার করা সম্ভব বলে বাদী পক্ষের দাবি। রাস্ট্র পক্ষের মামলার সংক্ষিপ্তি বিবরণ জানাযায়, মহসিন সানা তার মৎস্য ব্যবসা পরিচালনার জন্য পাইকগাছা উপজেলার গড়াইখালীর বাসিন্দা ইফসুফ সরদারের ছেলে ইব্রাহিম সরদার এর নিকট হতে ন-৪২০১৪৫ নং চেকের মাধ্যমে এক লক্ষ টাকা, ন-৪২০১৪৮ নং চেকের মাধ্যমে সত্তর হাজার টাকা এবং নগদ আশি হাজার টাকা সর্বমোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হাওলাত স্বরূপ গ্রহন করে। উক্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধের জন্য ১৮/৪/১২ তারিখে তার চলতি হিসাব নং ৭২০ বিপরীতে,রূপালী ব্যাংক লিঃ-গড়াইখালী হাট শাখা, পাইকগাছা খুলনার। একটি চেক সি,টি,এল,জি- ০১৩০৯১৪, প্রদান করেন। বাদী ইব্রাহিম সরদার উক্ত চেকখানি ১৮/০৪/১২ তারিখে এবং সর্বশেষ ২১/০৫/১২ তারিখে সংশ্লিস্ট ব্যাংকে উপস্থাপন করিলে সম পরিমান টাকা নাই বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর বাদী, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,পাইকগাছা, খুলনা এর আদালতে এন আই এ্যাক্ট এর একটি মামলা করেন। মামলা নং ৪৩০ সি/ ১২। এই মামলা হতে উদ্ভুত দায়রা মামলা নং-৭৫৩/১৩। মামলায় খুলনা যুগ্ম-দায়রা জজ প্রথম আদালত মোঃ মহাসিনুর রহমান এর বিরুদ্ধে আনীত এন আই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারার অভিযোগ রাস্ট্রপক্ষ সন্দেহাতিত ভাবে প্রমাণ করিতে সমর্থ হওয়ায় তাকে উক্ত ধারা মতে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২,৫০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। উক্ত জরিমানার টাকা বাদী-অভিযোগকারী প্রাপ্ত হইবেন বলে রায়ে উল্লেখ রয়েছে।
এদিকে আড়াই লাখ টাকা আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত মহসিন সানার মোবাইলঃ-০০৬০১৭৫৫৪৯১৩৪, ০১৯৩১৮১০৫৩৪, ০১৯৬৪১৫৩৪৮৭। এ যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |