ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম আর নেই

আব্দুল আলিম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক অধ্যক্ষ আনিসুর রহিম (৬৯) আর নেই। ( ইন্নালিল্লাহি………রাজিউন)। মঙ্গবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ভ্রমনকালে লঞ্চের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যশোর এমএম কলেজের ষাটের দশকের তুখোড় এই ছাত্রনেতা সত্তরের দশকের শুরুতে সাংবাদিকতা শুরু করেন।
নির্ভীক সাংবাদিক হিসেবে তিনি অন্যায় অসত্যের কাছে মাথানত করেননি। দেশব্যাপী সিরিজ বোমা হামলার রহস্য সর্বপ্রথম তিনি দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় সাহসীকতার সাথে প্রকাশ করেন। সেই প্রতিবেদনের সূত্র ধরে সারাদেশে একে একে ধরা পড়ে জঙ্গিরা।
বর্ষিয়ান এই সাংবাদিকের মরদেহ বুধবার সকাল ১০ টায় সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য সাতক্ষীরা প্রেসক্লাবে নেয়া হবে। এরপর বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা শেষে কামালনগর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ সকল সদস্যবৃন্দ।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |