সাতক্ষীরা মেডিকেলের লিফটের মধ্যে থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার


আব্দুল আলিম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হয়ে যাওয়া লিফটের মধ্যে থেকে সৈয়দ আলী(৮৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। তিনি বিগত ৫দিন ধরে নিখোঁজ ছিলেন।
সৈয়দ আলীর ভাইপো লোকমান হোসেন জানান, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান। সেখান থেকে ঔষধ আনতে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। বুধবার বিকেলে তার নিখোঁজের বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যায় শহরে মাইকিংও করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খুদা জানান, কিভাবে কখন লিফটের তলায় পড়ে ওই মুক্তিযোদ্ধা মারা গেছেন, তা তারা জানেন না। ছুটির দিন রবিবার সকাল লিফটে যাতায়াত কারিরা দুর্গন্ধ পেয়ে তাদেরকে অবহিত করলে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, বন্ধ থাকা লিফটে উঠতে যেয়ে অসাবধানতা বশত তিনি পড়ে যেয়ে মারা যেতে পারেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।