ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাদুল্যাপুরে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা ও সাংবাদিক আহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সিঃ যুগ্ন আহবায়ক শাহারিয়ার ইসলাম রাসেল ও তার বড় ভাই সাংবাদিক শহীদুল ইসলাম শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে হামলায় গুরুতর আহত দুই ভাইকে ভর্ত্তি করানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের চিহ্নিত এবং আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে। আহত শাহারিয়ার ইসলাম রাসেল এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তার মেঝো ভাই শহিদুল ইসলাম শাহিন স্থানীয় দৈনিক ঘাঘট ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি। তারা ওই ইউনিয়নের উত্তর প্রতাপ গ্রামের মৃতঃ এবং সাবেক নলডাঙ্গা ইউপির চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, নিজেদের কাজকর্ম সেরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুই ভাই একই সঙ্গে পায়ে হেটে নলডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে বাড়ীতে ফিরছিলেন। সামান্ন কিছুদূর যাওয়ার পরই পথিমধ্যে সন্ত্রাসীরা তাদের উপর অর্তকিত হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ নেতা শাহারিয়ার ইসলাম রাসেল ও তার ভাই সাংবাদিক শহীদুল ইসলাম শাহীনের শরীরের একাধিক স্থান থেকে রক্ত ঝড়তে থাকে। এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্ত্তি করান। এদিকে আশপাশের লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা।
সাদুল্যাপুর থানার পুুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশ টিম মাঠে কাজ করছে। এনিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |