সাম্য হও ছাইফুল ইসলাম


ঘুমটা নেড়ে কন্ঠ ঝেড়ে
কেরবা তাক লাগাও
আশ্বিনা বাও পাল্টা তেড়ে
রঙ্গে কাঁদা ছড়াও
জীবনটারে ধন্য করে
সাম্য হয়ে যাও
ভালাবাসা সবার তরে
শিক্ষা তুমি নাও।
সামাল হয়ে প্রিতির ডোরে
আস্তে কথা কও –
তোমার প্রতি ভালোবাসা
আদায় করে লও।