সারাদেশের পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের কঠোর কর্মসূচির ঘোষনা


নিউজ ডেক্স : আগামী ১০ মার্চ থেকে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা প্রাপ্তির দাবীতে বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন একযোগে পৌরসভার সকল কর্মকান্ড ও নাগরিক সেবা বন্ধ রেখে ঢাকায় অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন বলে জানা গেছে। তাহলে কি হবে নগরজীবনের? ময়লা আবর্জনা অপসারন, পরিচ্ছন্নতা, পয়োঃনিষ্কাশন, রাস্তা আলকিতকরন,সহ সকল নাগরিক সেবা বন্ধ থাকলে কি হবে উপজেলা ও জেলাশহর গুলোর পরিবেশ। উল্লেখিত সেবাসমুহ বন্ধ থাকলে যে নগরজীবনে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হবে এতে কোন সন্দেহ নেই।পৌরসভা সাংবিধানিকমতে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাই আইনগতভাবে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী। অবকাঠামো উন্নয়ন,আবর্জনা অপসারন,পানি ও পয়োঃনিষ্কাশন,ড্রেনেজব্যবস্থা, রাস্তা আলোকিতকরন,বিভিন্ন সনদ প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা,জন্ম-মৃত্যু নিবন্ধন সহ নাগরিকগনের জন্ম থেকে মৃত্য পর্যন্ত সকল নাগরিক সেবা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে এসকল সেবা প্রদান করে থাকে। জানা গেছে পৌরসভায় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এমনকি তাদের বদলী ও পদোন্নতিও সরারসরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। কিন্তু বেতনভাতা প্রদানের দায়িত্ব পৌরসভার উপর ন্যস্ত।
কিন্তু পৌরসভাগুলোর পর্যাপ্ত আয় না থাকায় বর্তমানে পৌরসভাভেদে ২ মাস থেকে ২ বছর পর্যন্ত বেতন বকেয়া রয়েছে! এমনকি পৌরসভার কর্মকর্তা কর্মচারীগনের অবসরকালিন পেনশন সুবিধা নেই ফলে ইতিমধ্যে যারা অবসরে গিয়েছেন তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে।
পৌর সার্ভিস এসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি সফিকুল ইসলাম পাটোয়ারী জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মচারী হয়ে সবচেয়ে বেশি নাগরিক সেবা প্রদান করেও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমতাবস্থায় আমরা দীর্ঘদিন থেকে আবেদন নিবেদন ও কর্মসূচি পালন করে আসলেও আশানুরূপ কোন সাঁড়া না পেয়ে আগামী ১০ মার্চ থেকে দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পৌরসভার সকল সেবা ও কর্মকান্ড বন্ধ রেখে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন। একান্ত নিরুপায় হয়েই তারা এই কর্মসূচিতে যাচ্ছেন। তাই তাদের বর্তমানের মানবেতর জীবন থেকে মুক্তি দিয়ে জীবনের সুরক্ষার জন্য সরকারী কোষাগার থেকে বেতনভাতা সহ পেনশন সুবিধা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।