সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ভুমিহীন-গৃহহীন পরিবারদের জমি ও গৃহ হস্তান্তর বোদায় জাকজমক ভাবে উদ্বোধনী অনুষ্ঠান


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি মাধ্যমে সারা দেশে ৩৯ হাজার ৩৬৫ টি ভুমিহীন-গৃহহীন পরিবারদের ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি পঞ্চগড় জেলার বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রদর্শন করা হয় । এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে বোদা উপজেলার সুবিধা ভোগীরা তাদের আবেদন নিবেদন ও সুখে থাকার কথা জানান। তারা ঘর পাওয়ার আগের কষ্টের কথা বলেন এবং প্রধান মন্ত্রীর উপহারের পাকা ঘর পেয়ে এখনকার সুখে থাকার কথাও তারা জানান। সুবিধা ভোগীরা প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তারা প্রধান কে দীর্ঘদিন রাষ্ট্রিয় ক্ষমতায় দেখতে চান। বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোদা পৌর মেয়র আলহাজ্ব আজাহার আলী,সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,এলজিইডির উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম,চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান,বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা,উপকার ভোগী ফরিদ,সবুজ ও লোকমান বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে বোদায় প্রধান মন্ত্রীর উপহারের ঘর পাওয়া সুবিধা ভোগী পরিবারদের আর্থিক ভাবে স্বাবলম্বি করতে এবং তাদের আয়বর্ধক কর্মের সৃষ্টির জন্য তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রধান করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে বোদা উপজেলার সুবিধা ভোগীদের প্রশিক্ষণ শুরু করা হবে। এছাড়াও প্রতিটি আশ্রয়ন প্রকল্পের সংযোগ সড়র পাকাকরণ করা হবে। বোদায় অত্যন্ত জাকজমক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক সংখ্যক মানুষ অডিটোরিয়ামে উপস্থিত হয়ে উদ্বোধনী অনুষ্টানটি উপভোগ করেন। উল্লেখ্য পঞ্চগড় জেলা ইতিমধ্যেই ভুমিহীন গৃহহীন মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে।