সারিয়াকান্দিতে কতিপয় সাংবাদিকদের দৌরাত্ব্যে অতিষ্ঠ বিভিন্ন মহল


রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে কতিপয় নামধারী সাংবাদিকদের দৌরাত্ব্যে অতিষ্ঠ হয়ে পড়েছে জনপ্রতিনিধি সহ সাধারন মানুষ। নামধারী সাংবাদিকরা পত্রিকার পরিচয় পত্র ব্যবহার করে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করে অর্থ হাতিয়ে নেওয়া এদের নিত্যদিনের কাজ। এসব নামধারী সাংবাদিক বিভিন্ন পত্রিকার ভুয়া পরিচয় পত্র ব্যবহার করে বিভিন্ন সভা-সমাবেশে হাজির হয়ে অতিরিক্ত অর্থ দাবী করায় আয়োজন কারীরা তাঁদের দাবীকৃত অর্থ দিতে না পারায় বিব্রতকর বোধ করেন। ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকরা এসব ভুয়া সাংবাদিকের কারনে বিব্রত অবস্থার স্বীকার হন। এদের কারনে উপজেলার প্রশাসন, জনপ্রতিনিধি সহ সাধারন জনগনের মাঝে সাংবাদিক ও সংবাদপত্র সম্পর্কে নেতিবাচক ধারনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক পরিচয় দিয়ে এরা সুবিধা আদায় করতে এমন কোন হীন কাজ নেই যা তারা করতে পারে না। কোন শিক্ষাগত ও সংবাদ লেখার যোগ্যতা না থাকলেও নিজেকে সাংবাদিক নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকে এরা। উল্লেখ্য যে, এসব ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ কপি করার দায়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান (৫৫), জাহাঙ্গীর আলম (৫০) কথিত সাংবাদিক পরিচয় দানকারী গত রোববার চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভার সংবাদটি কপি করে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে। উক্ত সংবাদটি উপজেলা হাসপাতাল রোডে অবস্থিত দৃষ্টি কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট এর দোকানে কম্পিউটার অপারেটর সুজন হাসান এর মাধ্যমে কম্পোজ করেন জাতীয় পত্রিকা দৈনিক তৃতীয় মাত্রা ও কারেন্ট নিউজ ডট কমের বগুড়া জেলা প্রতিনিধি । তার অনুমতি ছাড়াই আব্দুল মান্নান ও জাহাঙ্গীর আলম সংবাদটি কপি করে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রেরণ করে এবং প্রকাশিত হয়। এব্যপারে গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।