সারিয়াকান্দিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল রবিবার দিবাগত রাতে গৃহবধূ ফেন্সি (৪০) নামে চার সন্তানের জননী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে উপজেলার কুপতলা গ্রামের অছিলত প্রামানিকের স্ত্রী। থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে ফেন্সি আক্তার (৪০) নামে গৃহবধূ খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার ঘুম থেকে না উঠায় বাড়ি লোকজন ডাকাডাকির এক পর্যায়ে ঘরের ভিতরে ফেন্সির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।