সারিয়াকান্দিতে সামাজিক সুরক্ষা আইন বিষয়ক সূধী সমাবেশ

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সামাজিক সুরক্ষা আইন বিষয়ক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
ভেলাবাড়ি ইউনিয়ন আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণার্থীদের বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং (উত্তপ্ত), মাতা-পিতার অধিকার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিক নির্দেশনা প্রদান সহ সমাজটাকে একটি বাসযোগ্য সমাজ হিসাবে গড়ে তুলতে প্রসাশনের সোর্স হিসাবে আনসার ভিডিপি’র সকল সদস্যদের নিজনিজ দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি’র সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ মরিয়ম আক্তার, প্রশিক্ষক দিপন ইসলাম, ভেলাবাড়ি ইউনিয়ন আনসার ভিডিপি’র দলপতি দৌলতজ্জামান, সাংবাদিক তাজুল ইসলাম প্রমুখ।
আয়োজন করেন, উপজেলা আনসার ভিডিডি’র ।