সারিয়াকান্দির কোন শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে থাকবে না -আব্দুল মান্নান এমপি

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়ন কালে সারিয়াকান্দি উপজেলার কোন শিক্ষাপ্রতিষ্ঠান পিছিয়ে থাকবে না। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, এই অর্জন বাংলাদেশের সকল মানুষের। উন্নয়ন করছেন শেখ হাসিনা, তাই আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার ভোট দিতে হবে। শুক্রবার দুপুরে কর্নিবাড়ী দ্বি-মুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসা’র উদ্দ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বগুড়া-১ আসনের (সারিয়াকান্দিÑসোনাতলা) জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহার আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি অধ্যক্ষ শাহাদত হোসেন, মমতাজুর রহমান মন্ডল, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার, মামুনুর রশিদ হিমু প্রমুখ। এছাড়াও দপ্তর সম্পাদক রেজাউল করিম সহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গাজিউল হক গাজী, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম নয়ন, জাকির হোসেন, আবু বক্কর সিদ্দিক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এরআগে শোলারতাইর কে ইউ দাখিল মাদরাসায় সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মান্নান এমপি।