সারিয়াকান্দি চালুয়াবাড়ীতে বিশাল জনসভার প্রস্তুতি চলছে


রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিরামের পাঁচগাছি চরে চালুয়াবাড়ী ও মানিকদাইড় সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে এবং আইনি জটিলতায় উর্ত্তীণ হওয়া নব-নির্বাচিত চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত আলীর আমন্ত্রণে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল জনসভা। আগামী ৪ঠা মার্চ রবিবার বেলা ২টায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক (সারিয়াকান্দি-সোনাতলা) বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। ইতিমধ্যে জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: রেজাউল করিম মন্টু ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য সাহাদারা মান্নান। প্রধান বক্তা হিসেবে থাকবেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, যুগ্ন সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ- সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী উপস্থিত থাকবেন। নেতা-কর্মীকে প্রাণবন্ত করতে ও আগামী নির্বাচনে চরাঞ্চলের মানুষকে সংগঠিত করতে এই জনসভার ভুমিকা অপরিসীম বলে মনে করছেন বিশ্লেষকরা।