ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী ইউনিয়ন শাখার ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ফুলবাড়ি গমির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবীদ মো. আব্দুল মান্নান । উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান। প্রধান বক্তা হিসেবে গঠনমূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য রেজাউল করিম মন্টু, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনছার আলী মাস্টার। ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মাদ এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান, অধ্যক্ষ শাহাদত হোসেন, সংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আওয়ামীলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মাদ কে পুণরায় অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জাহাবুল ইসলাম পিস্তল কে সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |