সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা : ১শ’ বেসামরিক নাগরিক নিহত


সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইস্টার্ন ঘৌতায় দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১শ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। খবর এএফপি’র।মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, দামেস্কের উপকণ্ঠে সোমবারের বিমান হামলায় যত সংখ্যক বেসামরিক লোক প্রাণ হারিয়েছে ২০১৫ সালের পর একদিনের কোন হামলায় এটিই ছিল সবচেয়ে বেশী লোকের নিহত হওয়ার ঘটনা।