সিলেটে ওয়াজ মাহফিলে সংঘর্ষ, নিহত ১


সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন। নিহত ছাত্রের নাম মোজাম্মেল হোসেন (২২)। তিনি হরিপুর মাদ্রাসার ছাত্র ছিলেন।
উপজেলার আমবাড়ি এলাকায় সুন্নী মতাদর্শীরা একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। সে সময়এতে বাধা দেয় ওয়াহাবি মতাদর্শের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এর জের ধরে রাত ১১টা থেকে রাত দুইটা পর্যন্ত সংঘর্ষ চলে। উভয় পক্ষের কয়েক হাজার লোক এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত তিনটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাদ্রাসা শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।