ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি: সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ও ভারতীয় ১৭১ বিএসএফ কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সাথে বালিয়াডাঙ্গি রতœাই সীমান্ত পিলার ৩৮২/২-এস এর নিকট এই অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হোসেন, ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাকেশ সিনহা। এছাড়া ৩০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেমসহ বিএসএফ এর কোম্পানী কমান্ডার ও বিওপি/ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রন, যেন কোন প্রকার গুলি বর্ষণ, চোরাচালান, মাদক পাচার ও মানব পাচার সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করার ব্যাপারে উভয়ে একমত পোষন করেন।

এ ছাড়া বিএসএফ সকল প্রকার সীমান্ত অপরাধ কঠোর হস্তে দমনের পাশাপাশি পরস্পরের সহযোগিতা বজায় রাখার বিষয়ে এক মত পোষন করেন। পরিশেষে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক শেষ হয়।

You must be Logged in to post comment.

গাংনীতে মরহুম গোলাম সরোয়ার ভলিবল টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত জামজামিকে হারিয়ে ঢেপা চ্যাম্পিয়ন     |     রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |