সুনামগঞ্জের ছাতক এনটিভি ইউরোপ’র প্রতিনিধিকে ছাতক প্রেসক্লাবের সংবর্ধনা


আরিফুর রহমান মানিক ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :এনটিভি ইউরোপ’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আমিনুল ইসলাম হিরণ। গত ২১ মে এনটিভির হেড অব নিউজ সামিউল ইসলাম চয়ন (ছামি)’র স্বাক্ষরিত এক পত্রে তাকে নিয়োগপত্র প্রদান করা হয়। সাংবাদিক হিরণ ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক নয়াদিগন্ত ও সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক হিরণ এনটিভি ইউরোপ’র প্রতিনিধি নিয়োগ পাওয়ায় বুধবার বিকেলে রোকেয়া ম্যানশনস্থ ছাতক প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, লুৎফুর রহমান শাওন প্রমুখ।