ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সুনামগঞ্জে মতবিনিময় সভায় আগামী ১৫ দিনে মধ্যে হাওরের পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলতে হবে —–পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

সুনামগঞ্জ প্রতিনিধি:পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গেল বার পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বোরো ফসল তলিয়ে যায়। এবার বোরো ফসল রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতি আত্মবিশ^াস রেখে ফসল রক্ষা বাঁধের দায়িত্ব দিয়েছেন। আমরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আমি বলে ছিলাম সুনামগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আসবো কথা রেখেছি। যা বলি তা করি, মিথ্যে কথা বলি না। আজ আপনারাই বলেছেন বাঁধের কাজ জীববেন এরকম দেখেননি। বাঁধের উচ্চতা অতীতের চেয়ে বেশি হয়েছে। এই দিন শেষ নয় আরও দিন আছে। যে কোন সময় বন্যায় ফসল তলিয়ে যেতে পারে। এখন আপনাদের দায়িত্ব হলো আগামী ১৫ দিনে মধ্যে হাওরের পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলতে হবে এবং আগামী মওসুমে ব্রী ২৮ জাতের ধান রোপনের নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। তিনি আরও বলেন, ভারত থেকে কোন বান,বন্যা এসে যেন আমাদের ফসল তলিয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। ফসল কাটা নিয়ে জুয়া খেলবেন না, দ্রুত পাকাধান কেটে ফেলুন। এবার ফসলের বাম্পার ফলন হয়েছে। আশাকরি ধান গোলায় ওঠবে। গেল বারের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি। মানুষের পক্ষে যতটুকু কাজ করা সম্ভর ততটুকু কাজ সরকার করেছে। আমরা এমন এক অবস্থায় আছি ভারতে একটা ঘটনা ঘটলে আমরাও আক্রান্ত হই। আজ বুধবার বেলা ১২ টায় শহরের হাজীপাড়াস্থ সার্কিট হাউজে সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের আগাম বন্যা প্রতিরোধের জন্য বেড়িবাঁধ নির্মাণ কাজের সমাপ্তি ও পরবর্তী করনীয়’র উপর প্রশাসন ও পিআইসি, উপকারভোগী সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক, তিনি বলেন, হাওর এলাকার জলাবদ্বতা নিরসনের নদী খননের কাজ শুরু হয়েছে। সুনামগঞ্জের জলাবদ্বতা দূর করার জন্য শুধু সুনামগঞ্জে ড্রেজিং করলে চলবে না। ইতিমধ্যে ভৈরবে উজানে ঘোড়াউত্রা নদীতে তিন সপ্তাহ আগে খননের জন্য তিনটি ড্রেজার মেশিন পাঠানো হয়েছে। সেখানে খনন কাজ চলেছে। সুরমা কুশিয়ারা খনন করা হবে। হাওরের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য কাজ করছে সরকার। বাঁধ টেকসই ও স্থায়ী করতে হলে নদী ড্রেজিং করতে হবে। হাওরের ছোট ছোট নদীগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। হাওরের জীববৈচিত্র রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের জীববৈচিত্র বিনষ্ট করে কোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে চান না। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তিনভাগের একভাগ বাজেট এবার হাওরে বরাদ্দ দেয়া হয়েছে। পিআইসিদের কাজ মনিটরিং করে বিল দেয়া হবে। এতে চিন্তার কোন কারণ নেই। জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসন (মৌলভীবাজার ও সুনামগঞ্জ) সংসদ সদস্য অ্যাড শামছুন্নাহার বেগম, পানি সম্পদ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব মোঃ ইউসুফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক ভুইয়া, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী বীরপ্রতীক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাবেক পিপি শফিকুল আলম, দিরাই ফিমেইল একাডেমীর পরিচালক জামিল চৌধুরী, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, পিআইসির পক্ষে জাহাঙ্গীর আলম প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম। মতবিনিময় সভায় হাওরের ফসল রক্ষা বাধের মূল প্রবন্ধ তুলে ধরেন পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক ভুইয়া। পরে মন্ত্রী হেলিকপ্টারে লো ফ্লাইং করে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর এলাকার আগাম বন্যা প্রতিরোধের নব নির্মিত বেড়িবাধ পরিদর্শন করেন।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |