সুন্দরগঞ্জে ইউপি নির্বাচনের তফশীল ঘোষণা


আক্তারবানু ইতি, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ’র (ইউপি’র) সাধারণ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে।
বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশীল মোতাবেক চলতি বছরের আসন্ন ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরআগে ১৮ জুন রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল, পরের দিন বাছাই ও ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়। পৌরসভা ছাড়াও এ উপজেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) রয়েছে। তারমধ্যে চন্ডিপুর ইউপি ১৪ নম্বর হিসেবে চিহ্নিত। নদী ভাঙ্গনের সূত্রধরে মামলা সংক্রান্ত নিঃস্পত্তির পর বিগত নির্বাচন বিলম্বে অনুষ্ঠিত হওয়ায় এবারে মেয়াদপূর্তির পর আসন্ন ১৭ জুলাই এ ইউপি’র সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।