ঢাকা, সোমবার, ২৯শে মে ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জালিয়াত চক্রের বিরুদ্ধে মামলার নির্দেশ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভূরারঘাট এমইউ বহুমূখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার কতিপয় শিক্ষক জালিয়াতির প্রশ্রয় নেয়ায় চক্রটির বিরুদ্ধে প্রতিষ্ঠানের পক্ষ হতে থানায় মামলা দায়েরের নির্দেশক্রমে অনুরোধ করেছেন ঢাকাস্থ এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পমুপ্র) মোস্তফা আহমেদ।
জানা যায়, উক্ত প্রতিষ্ঠানের ৩ সহকারী শিক্ষক আতিকুর রহমান, নাজমা বেগম (সমাজ বিজ্ঞান) ও মোবাশ্বেরা মাহমুদা (মৌলভী) সনদ জালিয়াতির মাধ্যমে নির্বিঘ্নে চাকরি করে সরকারি অংশের বেতন-ভাতাদি ভোগ করেন। এরই প্রেক্ষিতে তাদের সনদ যাচাই পূর্বক মামলার নির্দেশ প্রদান করেন সংম্লিষ্ট কর্তৃপক্ষ। যার সূত্র জেশিঅ.গাই/২০১৮/১৪৬২ ও জেশিঅ.গাই/২০১/১৪৫৭, তাং- ১১-১০-২০১৮। স্মারক নং- বেশিনিক/প.মু.প্র/সনদ যাচাই/৭৪৪ (অংশ-১৬)/২০১৭/৫২৯ তাং- ২৯ অক্টোবর ২০১৮ খ্রি.। এছাড়া, উক্ত মাদ্রাসার ৫ জন শিক্ষকের স্থগিতকৃত এমপিও ছাড়করণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দু’টি পৃথক জালপত্র তৈরি করে জালিয়াত চক্র অবৈধভাবে স্থগিতকৃত এমপিও চালু করতে চেয়েছিলেন মর্মে তদন্তক্রমে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনায়ণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন ঢাকাস্থ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জিয়াউল হাসান। এনিয়ে রবিবার ১৪ মে দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর অঞ্চলের সহকারী পরিচালক বেলাল হোসেন তদন্ত কাজ শুরু করেন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বেলাল হোসেন (রংপুর অঞ্চলের সহকারী পরিচালক) গণমাধ্যম কর্মীদেরকে জানান, তদন্ত কাজ চলমান থাকায় এখনই কিছু বলা যাচ্ছে না।

আক্তারবানু ইতি

You must be Logged in to post comment.

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |     লালমনিরহাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ২০     |     আওয়ামী লীগ নেতার মিল চাতাল দখলের অভিযোগ     |     রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে  নিরাপত্তা হীনতায়    কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা এলাকাবাসির     |     টাঙ্গাইলে মাছের দোকান ভাগাভাগি নিয়ে খুন হন ব্যবসায়ী বাপ্পী     |     টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত     |     বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক অনুষ্ঠান উপলক্ষে পঞ্চগড়ে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প     |     ঝিকরগাছায় ম্যানেজ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক হয়েছেন আনারুল ইসলাম     |