সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন


আক্তারবানু ইতি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়ছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। সহ সভাপতি সাজেদুল ইসলাম, আহসান আজিজ সরদার মিন্টু, সাধারণ সম্পাদক (উপজেলা পরিষদের চেয়ারম্যান) আশরাফুল আলম সরকার। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক (দহবন্দ ইউপি চেয়ারম্যান) রেজাউল আলম রেজা, আব্দুল্লাহ্ আল মামুন, গোলাম কবির মুকুলের সঞ্চালনায় পরিচালিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ভট্টাচার্য, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, যুগ্ম-আহ্বায়ক লিংকন আনছারী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমীন প্রামানিক, যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া, আসাদুজ্জামান নুর, সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা প্রমূখ।