ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বোরো ধানের শীষ সাদা : চাষীরা হতাশ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় বোরো ধান ক্ষেতে শীষ সাদা হওয়ায় ধান চাষীরা হতাশায় ভুগছেন।জানা গেছে, কৃষককের ধান উৎপাদনের একমাত্র ভরসা বোরো ধান ক্ষেত। এবছর সময় মতো ধানক্ষেতে সার ও সেচ দেয়ায় ধান গাছগুলো লকলকে ও সতেজ হয়ে উঠে। গাছগুলো থেকে ধানের শীষ বাহির হতে থাকলে শীষে দানা না থাকায় শীর্ষগুলো সাদা হচ্ছে। চাষীরা এর প্রতিকার পাওয়ার আশায় বিভিন্ন জাতের কীটনাশক ব্যবহার করেও কোন সুফল পাচ্ছে না।
মহদীপুর ইউনিয়ানের শ্যামপুর গ্রামের কৃষক লিপন মিয়া জানান, সে তিন বিঘা জমিতে বোরো ধান রোপন করেছেন। ধান ক্ষেত গুলোর মধ্যে ব্রি-২৮ জাতের ধানে এর রোগ বেশি দেখা দিয়েছে। এ নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আজিজুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, এ বছর উপজেলায় ২০ হাজার ৭’শ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। ধান গাছ গুলো থেকে শীষ বাহির হওযার সময় তা লিভ ব্লার্ষ্ট রোগে আক্রান্ত হয়ে শীষ গুলো সাদা হচ্ছে।
এব্যাপারে কৃষককে আক্রান্ত ধান ক্ষেত গুলোতে কীটনাশক প্রয়োগের পরামশ দিলেও ঔষুধের পরিমান সঠিকভাবে প্রয়োগ না করায় তা কাজে আসছে না। এ পর্যন্ত .৩ হেক্টর জমির ধান ক্ষেতে এ রোগ দেখা দিয়েছে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |