সুন্দরগঞ্জে শিক্ষকরা প্রায়দিনই দেরীতে আসেন বিদ্যালয়ে


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রায়দিনই দেরী করে আসেন বিদ্যালয়ে। প্রধান শিক্ষক মমতাজ হাজিরা খাতায় তাদেরকে অনুপস্থিত দেখাননি, উল্টো নিজেও প্রস্থানের জায়গায় সময় আগেই লিখে রেখেছেন। এ ছাড়া ছুটিতে যাওয়ার আগেই তিনি তার স্বাক্ষরের জায়গায় লিখে রেখেছেন নৈমিত্তিক ছুটি। এসব শিক্ষকরা দেরীতে বিদ্যালয়ে আসায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।বিদ্যালয় সুত্রে জানা যায়, ১৯৭২ সালে স্থাপিত এই বিদ্যালয়টি সরকারিকরণ করা হয় ২০১৩ সালে। শিক্ষক রয়েছেন ৪ জন ও ছাত্র-ছাত্রী রয়েছে ৫৪ জন। ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে জটিলতার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হওয়ায় তারা এই সুযোগ নিয়েছেন। উপজেলা শহর থেকে ১৭ কিলোমিটার দূরে সদর উপজেলার হরিনাথপুর ইউনিয়নের একই অবস্থা। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক অফিস কক্ষে।চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কক্ষে কোন শিক্ষক নেই। শিক্ষার্থীরা গল্পগুজব করছে।প্রধান শিক্ষক জানালেন, বিদ্যালয়ে এখনো সহকারি প্রধান শিক্ষক জানান এখনো বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা আসেননি। শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষরের সময় প্রধান শিক্ষক প্রস্থানের জায়গায় সাড়ে চারটা লিখে রেখেছেন। অন্যান্য শিক্ষকরা দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত না হলেও তাদেরকে অনুপস্থিত দেখাননি তিনি। এ ছাড়া তিনি নিজে ছুটিতে যাওয়ার আগেই ৩ ও ৪ তারিখে তার স্বাক্ষরের জায়গায় নৈমিত্তিক ছুটি লিখে রেখেছেন।স্থানীয়রা জানান, এই শিক্ষকরা প্রায়দিনই বেলা ১১টার পর বিদ্যালয়ে আসেন। বারবার বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে জানিয়েও কোন কাজ হয়নি। শ্রেণিকক্ষে শিক্ষক না থাকলে শিক্ষার্থীরা বাহিরে খেলাধুলা করে ও বসে গল্প করে। নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ও একই অবস্থা প্রধান শিক্ষক বলেন, এই শিক্ষকরা প্রায়দিনই দেরী করে বিদ্যালয়ে আসেন। সেসময় শিক্ষার্থীরা শ্রেনিকক্ষে বসে গল্প করে। বারবার সাবধান করেও তাদেরকে মাসের বেশিরভাগ দিনই নির্ধারিত সময়ে বিদ্যালয়ে পাওয়া যায়না।