ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২: আহত-৫

আক্তারবানু ইতি, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা-নলডাঙ্গাগামী পাকা সড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম (২৭) ও নাজমুল ইসলাম (৩৮) নামে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিনগত গভীর রাতে নিউ সাফা পলাশবাড়ি এক্সপ্রেস নামে একটি বাস বামনডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকা অভিমূখে উক্ত পাকা সড়কে রওয়ানা করে। এর অদূরে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবনের নিকট পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাযাত্রী জাকিরুল ইসলাম ও চালক নাজমুল ইসলাম নামে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন- নিহত জাকিরুল ইসলামের স্ত্রী লীমা বেগম (২৪), সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামের কছর আলীর ছেলে নুরুল ইসলাম (২৭), তার স্ত্রী জুঁই বেগম (২৪), ছেলে রাকিব বাবু (১)। নিহত জাকিরুল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের দুলা দর্জির ছেলে ও অটোচালক অপর দিকে নিহত অটো চালক নাজমুল ইসলাম সদরের বাকীরমোড় এলাকার মোজাম্মেল হকের ছেলে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-অটো মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম ও নাজমুল ইসলাম নামে জনের হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |