সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার


আক্তার বানু ইতি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে অবস্থিত ক্ষুদিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীকে সীল সম্বলিত ১’শ ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকালে বিদ্যালয়ের অফিস কক্ষ ও টেবিলে নতুন কার্পেট (ত্রিপাল) বিছানোর সময় পুরাতন কার্পেটের নীচে বাঁধাই করে রাখা ইউপি’র বিগত (২৮ নভেম্বর ২০২১) নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমানের তালা প্রতীকে সীল মারা এসব ব্যালট পেপার দেখতে পান বিদ্যালয়ের দপ্তরী কাম-নৈশ্য প্রহরী ওসমান গণি। এসময় বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ব্যালট পেপারগুলো জব্দ করে। এনিয়ে সাইদুর রহমান জানান, শান্তিরাম ইউপি’র বিগত নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে তিনি তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোট প্রহণে নিয়োজিত কোন অসাধু ব্যক্তি অন্য প্রার্থীর সঙ্গে গোপন আতাতের বিনিময়ে ভোটারদের দেয়া তালা প্রতীকে ১’শ সীল সম্বলিত ব্যালট পেপার টেবিলের উপর কার্পেটের নীচে লুকিয়ে রেখে তার প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ৫’শ ৫৫। যার বিনিময়ে তাকে পরাজিত হতে হয়। তিনি এর ন্যায় বিচার প্রার্থনা করেন। আর ৫’শ ৮৬ ভোট পাওয়া ফুটবল প্রতীকের জাহিদুল ইসলাম জাহিদকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। ২য় অবস্থানে মোরগ প্রতীকে আঃ রশিদ পেয়েছেন ৫’শ ৬৭ ভোট। এ ব্যাপারে জাহিদুল ইসলাম জাহিদ জানান, যথারীতি গেজেট অনুযায়ী শপথ প্রহণ করে উক্ত ওয়ার্ড সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবী জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তর কুমার সরকার ব্যলট পেপারগুলো পাওযার সত্যতা স্বীকার করেছেন। উক্ত ভোটকেন্দ্রের প্রিজাডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম ফরিদুল হক। তিনি বলেন, এতদিন পরে এ বিষয়ে সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা। তাছাড়া, নির্ববাচন শেষে ভোট গণনার সময় প্রার্থীদের পোলিং এজেন্টের পক্ষে কেউ কোন আপত্তি উত্থাপন করেনি। তিনি বর্তমানে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কর্মরত আছেন।
উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী জানান, বিষয়টি উর্দ্ধোতন দপ্তরে তথা কমিশনে জানানোর পর যে আদেশ পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, খবর পেয়ে সীল সম্বলিত ব্যালট পেপারগুলো জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম বলেন, রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এ ধরণের ঘটনা তাঁর জানার বাইরে।