সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার


সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তারথানা পুলিশ অভিযান চালিয়ে বাবু মিয়া (২৬) ও আলমগীর হোসেন (৪২) নামে ২ মাদক কারবারীকে গ্রেপ্তার ও মাদকদ্রব্যসহ মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে তারাপুর ইউনিয়নের অর্ন্তগত বালাপাড়াস্থ গুচ্ছগ্রামে বসবাসরত বাবু মিয়ার বাড়ি থেকে ১২ বোতল ফেন্সিডিল ও মাদক দ্রব্য বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত বাবু মিয়া উক্ত বালা পাড়াস্থ আঃ রাজ্জাকের ছেলে, আলমগীর হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শ্যামপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। এ ব্যাপারে গ্রেপ্ততারকৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।