সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার


আক্তারবানু ইতি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি শুকনো গাঁজাসহ তারা মিয়া (৩৭) ও জহুরুল ইসলাম ওরফে রকেট (৩৫) নামে ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে থানায় প্রেস ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান। এ সময় ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শুভ্র দেব, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। এরআগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল মান্নান সঙ্গীয়ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে পৌরসভার ৭নং ওয়ার্ডের অর্ন্তগত তিস্তা বাজারে (মহিলা বাজারে) জনৈক নাজমুল হোসেনের সেলুন দোকানের সামনে বজরা খেঁঁয়াঘাট থেকে পৌরসভাগামী পাঁকা রাস্তা থেকে অভিনব কায়দা পাচারকালে এসব গাঁজা জব্দ করেন। একই সঙ্গে ৫০টি শাড়ি কাপড়ের ২ গাঁটি জব্দ করেন। গ্রেপ্তারকৃত তারা মিয়া, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্ববারিয়া গ্রাামের রহম আলী প্রামানিকের ছেলে ও জহুরুল ইসলাম ওরফে রকেট পার্শ্ববর্তী সেরখালী গ্রামের আঃ কুদ্দুসের ছেলে।
এব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।