সুন্দরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ীকে আটক


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ চিহ্নিত ইয়াবা বব্যবসায়ী বাছরত আলী (৩০) কে হাতে নাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার রাত অনুমানিক ১১ টা ২৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম অভিযান করা কালে সুন্দরগঞ্জ থানাধীন ছমিরের বাজারের পূর্বপার্শ্বে জনৈক আব্দুর রহমান এর বাড়ি সামনে পাকা রাস্তার উপর হতে ইয়াবা ব্যবসায়ী বাছরত আলী(৩০) পিতাঃ মৃত সৈয়দজ্জামান সাং উত্তর মরুয়াদহ থানা সুন্দরগঞ্জ জেলাঃ গাইবান্ধা কে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।আটককৃত চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বাছরত আলী (৩০) উপজেলার উত্তর মরাদহ গ্রামের মৃত সৈয়জ্জামানের ছেলে। সে এলাকায় দীর্ঘদিন হতে আইন শৃংখলা বাহিনী চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করতো বলে জানায় স্থানীরা।এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত ইয়াবার মূল ১,২০,০০০ টাকা।এ ব্যপারে আটককৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে সুন্দরগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা রুজু হয়েছে