সুন্দরগঞ্জ থানায় মাদকব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামী আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গতকাল অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ থানা মুহাঃ আতিয়ার রহমানের নেতৃত্বে এসআই জহুরুল ইসলাম এসআই ইজার আলী এএসআই মুজিবুর রহমান এএসআই আঃ রহমান ফোর্স সহ উত্তর হাতিবান্ধা মৌজায় ইসলা ব্রীজেরর নিকট হতে ১০০ গ্রাম গাঁজা সহ মাদকব্যবসায়ী মোঃ আশেক আলী (৩৫) পিতা মৃত মুনসুর আলী সাং সুবিদ থানা পীরগাছা রংপুর কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পৃথক অভিযানে জরমনদী এলাকা হতে ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিত মিয়া @ আজিজ (৫০) পিতামৃত আরমান আলী সাং জরমনদী থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা কে আটক করেছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।