সুুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : সুইডেন ও নেদারল্যান্ডে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন পোড়ানো ও অবমাননার প্রতিবাদে এবং ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় ঈমাম সমিতির গাংনী উপজেলা শাখা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামানের নেতৃত্বে পৌর সভার সামনে এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পৌর ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি হোসাইন আহমেদেও সঞ্চালনায় মানববন্ধনে অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন পৌর ইমাম পরিষদেও সাধারন সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মুফতি মিনারুল ইসলাম, সদস্য মাওলানা সেলিমুর রহমান, মাওলানা মামুনর রশীদ মাওলানা সাদিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদেও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের সুইডেন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ঘটনার সাথে জড়িত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহবান জানানো হয়।