ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের মধ্যে সমঝোতা সই আজ : চট্টগ্রামে আলোর মুখ দেখছে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ

চট্টগ্রাম ব্যুরো: অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) গৃহীত ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি চলতি অর্থবছরে (২০১৭-২০১৮) অনুমোদন দেয়া হয়েছিল। ৫ হাজার ৬১৬ কোটি টাকার প্রকল্পটি অনুমোদনের পর প্রক্রিয়া ঠিক করতেই বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও নানা বাধা কাটিয়ে অবশেষে নগরীর দুঃখখ্যাত জলাবদ্ধতা নিরসনে এই মেগা প্রকল্পটি আজ সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাথে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের মধ্যে সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। এ মেগা প্রকল্প বাস্তবায়ন হলে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবেন নগরবাসীর এমনটি বলেছেন সংশ্লিষ্টরা। এদিকে প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), বন্দর, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব দফতরের সহযোগিতা কামনা করেছেন চউক।
চউক সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ সিডিএ কনফারেন্স হলে মেগা প্রকল্পের প্রজেক্ট মনিটরিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও আসন্ন বর্ষার আগেই প্রকল্পের কাজ শুরু করার নির্দেশনা দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ২০১৬ সালের ৯ আগস্ট একনেকে শর্তসাপেক্ষে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে একনেকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রীকে আহ্বায়ক, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রীকে সদস্য করে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। টেকনিক্যাল কমিটির প্রতিনিধিরা বেশ কয়েকবার সভা করে জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত নেন।
চউক সূত্রে আরো জানা যায়, প্রথম ধাপে বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের অধীনে ১৬টি খাল পরিষ্কার ও খননকাজ শুরু হবে। আজ চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকল্প অনুসারে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রকল্পের আওতায় শুরুতেই মহানগরীর ১৬টি খালের কাদা পরিষ্কার ও খননকাজ শুরু হবে শিগগিরই। সেগুলো হলো- চাক্তাই খাল, বির্জা খাল, রাজাখালী খাল-১ মির্জা খাল, রাজাখালী খাল-২, রাজাখালী খাল-৩, মরিয়মবিবি খাল, হিজরা খাল, মহেশখাল, কলাবাগিচা খাল, ডোমখাল, বামুনশাহী খাল (কোদালাকাটা খাল, কাটা খাল, সানাইয়া খাল, মধুছড়া খালও বামুনশাহী খালের অন্তর্ভুক্ত), চাক্তাই ডাইভারসন খাল (বাকলিয়া খাল নামেও পরিচিত), নোয়া খাল (বাইজ্জা খাল ও বালু খাল নামেও পরিচিত), খন্দকিয়া খাল ও নাছির খাল। প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুনে। প্রকল্পের আওতায় ৩৬টি খালের মাটি অপসারণ, ৬ হাজার ৫১৬ কাঠা ভূমি , নতুন ৮৫ দশমিক ৬৮ কিলোমিটার রাস্তা নির্মা, ১৭৬ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য ২ হাজার ৬৪০ কোটি, ৪৮টি পিসি গার্ডার ব্রিজ প্রতিস্থাপন, বন্যার পানি সংরক্ষণে ৩টি জলাধার, ৬টি আরসিসি কালভার্ট প্রতিস্থাপন, ৫টি টাইডাল রেগুলেটর, ১২টি পাম্প হাউস স্থাপন, ৪২টি সিল্টট্রেপ স্থাপন, ২০০টি ক্রস ড্রেন কালভার্ট নির্মাণ করা হবে। ১৫ দশমিক ৫০ কিলোমিটার রোড সাইড ড্রেনের সম্প্রসারণ, ২ হাজার বৈদ্যুতিক পুল স্থানান্তর, ৮৮০টি স্ট্রিট লাইট স্থাপন এবং ৯২টি ইউটিলিটি লাইন স্থানান্তরের কথা রয়েছে।
চউক কর্মকর্তারা জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে পূর্বে রিটেইনিং ওয়াল নির্ধারণ করা হয়েছিল ১৭৬ কিলোমিটার। তবে টেকনিক্যাল কমিটির পরামর্শে পরিবর্তন করে বর্তমানে তা কমিয়ে ১২৬ কিলোমিটার করা হয়েছে। কারণ, সিটি কর্পোরেশনের তালিকা দেখে যেসব রিটেইনিং ওয়ালে টেন্ডার হয়েছে সেগুলো বাদ দেয়া হয়েছে এবং নতুন কিছু সংযোজন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম গতকাল বিকেলে বলেন, প্রকল্পের অনুমোদনের পর প্রক্রিয়া ঠিক করতেই কয়েকটি মাস পেরিয়ে গেল। আর দেরি করার সময় নেই। সামনেই বর্ষা মৌসুম শুরু হবে।এ প্রকল্পের সফলতা পেতে হলে কাজ শুরু করাটা জরুরি। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সাথে এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে আগামীকাল (আজ) সোমবার থেকে চট্টগ্রামের সর্ববৃহৎ একক প্রকল্পের দ্বার খুলবে। ৫ হাজার ৬১৬ কোটি টাকার এ মেগা প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষা হলে আগামী ৫ বছরে উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম আরও এগিয়ে যাবে। ‘জননেত্রী শেখ হাসিনার অবদান, স্বপ্ন ছোঁয়ার পথে চট্টগ্রাম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল (আজ) সোমবার সকালে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’তে এ সমঝোতা সই হবে বলেও জানান তিনি।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |