সৈয়দপুরে রেলওয়ের জলাশয়ে নারীর মরদেহ


এম.এ.শাহীন: নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি জলাশয়ে জমিলা খাতুন (৬৫) নামে এক নারীর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়েছে। বুধবার(৯ আগষ্ট) সকালে উপজেলার গোলাহাট রেলওয়ে কলোনি এলাকার একটি জলাশয়ে তার মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তার মরদেহ জলাশয় থেকে তুলে বাড়িতে নিয়ে যান। নিহত জমিলা খাতুন ওই এলাকার মৃত ওমর আলীর স্ত্রী।
জমিলার ছেলে মুরাদ হোসেন জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।