ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সোনালী ব্যাংক পিএলসি গাংনী শাখার উদ্যোগে এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি খোকন

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সোনালী ব্যাংক ,গাংনী শাখার পিএলসি প্রকল্পের আওতায় এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ রবিবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী বাজার সোনালী ব্যাংক শাখার (গাংনী মহিলা কলেজ মোড়) বিপরীত পার্শ্বে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়। মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন ঘোষনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, গাংনীর বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মাষ্টার, মনিরুজ্জামান আতু,যুবলীগ নেতা রাহিবুল ইসলাম, গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, শিক্ষকবৃন্দ , সাবেক ব্যাংকারবৃন্দ । উদ্বোধন কালে প্রদান অতিথি তার বক্তব্যে বলেন, সোনালী ব্যাংকের গ্রাহক সেবা আরও উন্নত করতে হবে। বেসরকারী ব্যাংকের সেবা ভাল পাওয়ায় সেখানে লেনদেনে গ্রাহকরা বেশী স্বাচ্ছন্দ বোধ করছেন। তাই সোনালী ব্যাংকের এটিএম বুথ আরও গ্রাহক সেবা দিয়ে জনপ্রিয় হয়ে উঠবে। তিনি প্রিন্সিপাল অফিসের ম্যানেজারদের বলেন, গাংনীর মত বামন্দী এবং কাজীপুরেও এটিএম বুথ শাখা খোলার ব্যবস্থা নিলে ভাল হয়।
চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক (পিএলসি ) প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হক, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের এসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শহীদুল ইসলাম, সোনালী ব্যাংক মেহেরপুর শাখার এসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম, সোনালী ব্যাংক পিএল সি গাংনী বাজার শাখার ম্যানেজার মো. বজলুল হুদা, চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের এসপিও মো. শামসুর রহমান, গাংনী উপজেলা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার হাশেমউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এটিএম বুথের সামনে রঙ্গিন বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |