সৌদি নাগরিকরা ১৮ এপ্রিল থেকে হলে সিনেমা দেখবেন


আন্তর্জাতিক ডেস্ক : আগামি ১৮ এপ্রিল রাজধানী রিয়াদে এএমসি এন্টারটেইনমেন্টের হলে ছবি প্রদর্শনী হবে। সৌদি আরবে দীর্ঘ ৩৫ বছর পর সিনেমা হল চালু হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর। সংবাদমাধ্যমটি জানায়, আগামি পাঁচ বছরের মধ্যে ৪০টি থিয়েটার তৈরি করবে এএমসি। আর এই সিনেমাহলগুলোতে কোনও নারী-পুরুষ বিভেদ থাকবে না। থিয়েটারের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মার্ভেলের সুপারহিরো মুভি ব্ল্যাক প্যানথার দেখানো হবে ১৮ তারিখ। ১৯৭০ দশকে সৌদি আরবে সিনেমাহল থাকলেও পরবর্তীতে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। সে সময় আরব অঞ্চলে ইসলামি প্রভাব প্রকট ছিল। ২০১৭ সালে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংস্কারের ঘোষণা দেন। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা মিডিয়া ও সংস্কৃতি অনুসরণ করে সৌদি নাগরিকরা। সিনেমা হল বন্ধ থাকলেও হলিউডের সিনেমা ও টিভি সিরিজ ঘরে বসেই দেখে তারা। কিং আব্দুল্লাহ ফিন্যানসিয়াল ডিস্ট্রিক্ট ভবনে এএমসির এই সিনেমাহলটি গড়ে উঠবে। সংস্থাটির প্রধান নির্বাহী অ্যাডম অ্যারন বলেন, মূল থিয়েটারে ৫০০টি সিট থাকবে, অর্কেস্ট্রা ও মার্বেলের তৈরি বাথরুমও থাকবে। তিনি বলেন, ‘আমাদের মনে হয় এটাই হবে বিশ্বের সুন্দরতম মুভি থিয়েটার।’