স্কুলসভাপতির স্ত্রী-সন্তান কর্তৃক শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নগর মাধেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাইদ, তার স্ত্রী সহকারী শিক্ষক মঞ্জুয়ারা বেগম এবং তাদের সন্তান মুত্তাকির বিরুদ্ধে ওই স্কুলের শিক্ষকদের সাথে অসদাচরণ এবং স্কুলের অফিস কক্ষকে রান্নাঘর হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ২০ জুলাই দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছেন ওই স্কুলের সহকারী শিক্ষক আছমা আক্তার। অভিযোগে বলা হয়, ওই বিদ্যালয়ে এলাকার একজন নারী প্রতিদিন স্কুল ঝাড়ু দেয়। ওই পরিচ্ছন্নতা কর্মীর বেতন সকল শিক্ষক দেয়। গত ১৮ জুলাই ওই নারী ঝাড়ু না দিয়ে শিক্ষকদের সাথে গল্প করছিলেন। প্রধান শিক্ষক তাকে গল্প করতে নিষেধ করে ঝাড়ু দিতে বলেন যেন শিক্ষকরা ক্লাসে যেতে পারেন। প্রধান শিক্ষকের কথায় ঝাড়ুদার মহিলা মন খারাপ করে ঝাড়ু না দিয়ে বাড়ী চলে যায়। পরের দিন তিনি আর ঝাড়ু দিতে আসেন নি বিধায় অফিস রুম অপরিষ্কার ছিল। গত ১৯ জুলাই সকাল ৯.৪০ মিনিটে আমরা সকল শিক্ষক মিলে ঝাড়ু দেওয়ার ব্যাপারে অফিস রুমে বসে একে অপরের সাথে আলোচনা করি ঠিক সে সময় বিদ্যালয়ের সভাপতি, তার স্ত্রী ও ছেলে বিদ্যালয়ের অফিস রুমে বসে ভাত খাওয়া করতে ছিলো। তখন সভাপতির ছেলে মুত্তাকি সকল শিক্ষকদের আদেশ দেয় যে, আপনারা ৪ জন শিক্ষিকা প্রতিদিন ঝাড়ু দিবেন এবং রুটিন করে রাখবেন। আমরা সকল শিক্ষকরা তখন অফিস থেকে বের হয়ে বাহিরে দাঁড়িয়ে থাকি। কয়েক মিনিট পর আমি অফিসে আসলে সে আমাকে উদ্দেশ্য করে পুনরার একই কথা বলে যে যদি কেউ ফলো করে তাহলে দেখে নিব। অনেক কিছু বলার পর আমি তাকে নরম সুরে বলি যে, তুমি রুটিন করার কে। শিক্ষকগণ আছেন তারাই করবেন। এ কথা বলার সাথে সাথেই বিদ্যালয়ে সভাপতির ছেলে মুত্তাকি রান্নার কাজে ব্যবহৃত হওয়া ছুরি হাতে নিয়ে আমাকে মারার জন্য আসে। তাকে সকল শিক্ষকগণ মিলে থামানোর চেষ্টা করে এবং পরে আবার বাঁশের লাঠি দিয়ে মারতে আসে। মুত্তাকি তখন অকথ্য ভাষায় গালি গালাজ করে। এসময় টেবিলের উপর রাখা পানি ভর্তি জগ দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে। আমি মাথায় প্রচন্ড ব্যাথা পাই এবং আমার সমস্ত শরীর পানি দিয়ে ভিজে যায়। আমি মুঠোফোনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে বিষয়টি জানাতে চেষ্টা করলে ছেলের মা মঞ্জুয়ারা বেগম বলেন যে, কি করতে পারেন করেন। উনি নাকি বলবেন উনার ছেলের মাথায় সমস্যা। তাকে রংপুরের ডাক্তারের ঔষুধ খাওয়ায়। আমি তখন প্রতি উত্তরে বলি যে, মাথায় সমস্যা থাকলে আপনার ছেলেকে বাড়ীতে রাখবেন স্কুলে নিয়ে আসেন কেন। এসময় ছেলের বাবা স্কুলের সভাপতি আবু সাইদ আমাকে উচ্চস্বরে হুমকি দিয়ে বলে যে, কি করতে পারি দেখে নিব এবং আমাকে সবার সামনে উগ্র মেজাজে ধমকিয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার মানুষের সামনে আমাকে অপমান করেন। অভিযোগে আছমা আক্তার আরও বলেন, ওই ছেলের মা সহকারী শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম স্কুলের অফিস কক্ষকে বাড়ীর রান্না ঘরের মত ব্যবহার করেন। ধান কাটার সময় তার পুরো পরিবার সহ বিদ্যালয়ে ৮-১০ দিন একটানা রাত্রি যাপন করেছেন ও অফিস কক্ষকে ধানের সরঞ্জাম রাখার স্টোর রম হিসেবে ব্যবহার করেছেন। অভিযোগে আরও বলা হয়, সভাপতির ছেলে অত্র বিদ্যালয়ের ছাত্র না হওয়ায় স্বত্ত্বেও প্রতিদিন নিয়মিত স্কুলে যাতায়াত, খাওয়া-দাওয়া এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের কারনে-অকারণে মারধর করে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সভাপতিকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী বলেন, বিদ্যালয়ের পাশেই সভাপতির আবাদী জমি, সেখানে তারা কাজ করতে আসেন। এ ক্ষেত্রে বিদ্যালয়কে ব্যবহারের অভিযোগটি সঠিক নয়। তবে সভাতির ছেলে সেদিন অপ্রত্যাশিত আচরণ করেছিলো, এ জন্য সংশ্লিষ্ট শিক্ষিকার কাছে ক্ষমা চেয়েছে সে। তারপরও অভিযোগ হয়েছে, আশাকরি দ্রুতই এর সমাধান হবে।