স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের ১৫ বছর পুর্তিতে আনন্দ র্যালি


ঠাকুরগাঁও প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদান এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গড়ে উঠা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের ১৫ বছর উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি করেছে সংগঠনটির সদস্যরা।
রোববার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী ইক্ষু সেন্টার থেকে একটি র্যালি বের হয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন, সংগঠনির উপদেষ্টা হারুন অর রশিদ, অন্যতম সদস্য সামশুজ্জামান, আতিউর রহমান, হাসান আলী সহ সংগঠনটির প্রায় পাঁচ শতাধিক সদস্য অংশ নেয়।
জানা গেছে, ২০০৮ সালে হাতে গোনা কয়েকজন মিলে স্বেচ্ছায় রক্তদান এবং মাদকমুক্ত সমাজ গড়ায় প্রত্যয়ে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ গঠন করা হয়। ১৫ বছর পর সংগঠনটির সদস্য সংখ্যা ৫ শতাধিক। গেল ১৫ বছরে সংগঠনটি ১০ হাজার মানুষের বিনামূল্যে রক্ত পরীক্ষা করে গ্রæপ নির্ণয়, ২ হাজার অসুস্থ মানুষকে রক্তদান এবং এলাকার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে।
স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু বলেন, সংগঠনটির কার্যক্রম ধীরে ধীরে আমরা এলাকা ও এলাকার বাহিরে বৃদ্ধি করার চেষ্টা করছি। এছাড়াও সংগঠনটির অনেক সদস্য বিভিন্ন পর্যায়ে চাকরিতে কর্মরত রয়েছেন। তাদের মাধ্যমে এলাকার দু:স্থ শিক্ষার্থী এবং অসহায় মানুষদের স্বচ্ছল করার উদ্যোগ নিয়েছি। সকলকে পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।