ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের নারীরা

রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাও: কথায় আছে, যে রাঁধে, সে চুলও বাধে। একটা সময় নারীরা শুধু সাংসারিক কাজ নিয়ে ব্যন্ত সময় পার করলেও এখন সে চিন্তার পরিবর্তন ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে বেশ অগ্রসর হয়ে উঠছেন নারীরা।

ঘরের বাইরে নানা কর্মে নারীদের ভূমিকা প্রশংসনীয়। তেমনিভাবে নিজ পেশা ও সাংসারিক কাজ সেরে নিজেদের স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। শরির গঠন নয়, শরির সুস্থ্য রাখতে প্রতিনিয়ত ব্যায়াম করা প্রয়োজন। আর নারীরা এখন নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি সচেতন হচ্ছে। ব্যায়াম করি, সুস্থ থাকি এই নিয়মে এগিয়ে রয়েছে ঠাকুরগাঁওয়ের নারীরা।

সুস্থ থাকতে ও শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করছেন নানা রকম শারীরিক ব্যায়াম। স্বাস্থ্য সচেতনতায় মনোনিবেশ বাড়াতে লেডিস্ জিমে ভর্তি হয়েছেন অর্ধ শতাধিক নারী। জিম, ইয়োগা, অ্যারোবিক্স সহ নানা ভাবে করছে শারীরিক কসরত। নিয়মিত শারীরিক ব্যায়াম নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কাজের প্রতি আরো প্রফুল্লতা বয়ে আনছে তাদের এমনটি জানান তারা।

জিম করতে আসা লাভলী বেগম বলেন, বাসার কাজ করতেই সময় শেষ হয়ে যায়। শরিরের প্রতি সেভাবে খেয়াল করা হয় না। কাজ করলে তো সেভাবে শরিরের ব্যায়াম হয় না। জীমে এসে বিভিন্ন ব্যায়াম করার মাধ্যমে কোমরের ব্যাথা সহ বিভিন্ন ব্যাথা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে আর শরির সুস্থও থাকছে।

জিম সদস্য চিকিৎসক উম্মে কুলসুম বলেন, বাসার কাজ, তারপরে বসে বসে চিকিৎসা দেওয়া। এভাবে শরিরের ওজন বেড়ে যাচ্ছে সেই সাথে অনেক কোমরব্যাথাও তো আছেই। এখন জিম করার পরে অনেকটাই ভালো লাগছে। আমরা নারীরা সংসার দেখছি, চাকরি করছি সেই সাথে নিজেদের শরির ও ফিট ও সুস্থ রাখছি।

ইয়োগা করলে মন অনেক ভালো থাকে, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পায় এভাবে বলছিলেন জিম সদস্য শিক্ষার্থী মিম। তিনি বলেন, এখানে এসে ইয়োগা করার পরে মাথা থেকে আজেবাজে চিন্তা দুর হয়ে যায়। এছাড়াও এরোবিক্স করলে মন ও শরির দুটোই অনেক ভালো থাকে। আমি মনে করি সকল নারীকেই জিম করা প্রয়োজন।

ঠাকুরগাও লেডিস জিম এন্ড ইয়োগা এর ট্রেইনার পূজা বলেন, বাসার কাজ, কর্মস্থলের কাজের পাশে নিজেদের শরির ঠিক রাখতে তারা নিয়মিত জিম করছেন। এছাড়াও শরিরের ওজন কমানোর জন্য জিম করে সুফল পাচ্ছেন তারা। সুস্থ থাকতে ও সব পাশে গুছিয়ে রাখতে হলে আগে নিজেদের শরির ঠিক রাখতে হবে। তাই নারীরা জিম এ ব্যায়াম করার সুন্দর পরিবেশ পাচ্ছে ও উৎসাহিত হচ্ছেন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইফতেখায়রুল ইসলাম বলেন, সুস্থ থাকতে হলে নিয়মিত ব্যায়াম এর কোন বিকল্প নেই। আর মেয়েদের তো প্রচুর পরিশ্রম করতে হয় তাই তাদেরকে শারিরিক ব্যায়াম করা জরুরী। ঠাকুরগাঁওয়ের মেয়েরা স্বাস্থ্য সচেতন হচ্ছে এটা খুবই ভালো একটি বিষয়।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |