স্বেচ্ছাসেবকলীগকে প্রস্তুত থাকতে বললেন এমপি দবিরুল


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : স্বাধীনতা বিরোধী অপশক্তি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা আটকানোর বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। তাই আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে পুনরায় জয়ী করার জন্য স্বেচ্ছাসেবকলীগকে প্রস্তুত থাকার জন্য থাকতে বলেছেন ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুওসুও ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার, উন্নয়নের সরকার। এ সরকারের আমলে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের লেগেছে ডিজিটালের ছোঁয়া। দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে দেখার জন্য আবারও আওয়ামীলীগ সরকারের প্রয়োজন। তাই সকলকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজাহারুল ইসলাম সুজন।
সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাষানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবুর সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রভাষক দেলওয়ার হোসেন সিদ্দিকি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সভাপতি এ কে এম দবিরুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক জলফিকার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, অর্থ সম্পাদক সামশুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, তাতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মখলেসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।